সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ট্যুর - সেন্টমার্টিনস


On the way to Saint Martin's Island Bangladesh

অনেকের মনেই একটা ভুল ধারনা হলো সেন্টমার্টিনস যাওয়া অনেকের খরচের বিষয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ট্যুর দিতে গেলে তাদের মাথায় সব থেকে বেশি আসে খরচের চিন্তা। কেউ কেউ এমনও ধারনা করে যে এখানে ২ রাত থাকতে গেলেই বাজেট ১০ হাজার টাকা লেগে যায়। যা পুরোপুরি ভুল ধারনা। আগে থেকে একটু ধারনা নিয়ে সেখানে গেলে ৪-৫ হাজার টাকাতেই ভালভাবে ঘুরে আসা যায়।
আমি এখানে ২ রাত ৩ দিনের ট্যুর বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করবো। এখানে ঢাকা থেকে সরাসরি সেন্টমার্টিনস এবং সেন্টমার্টিনস থেকে ঢাকা আসা যাওয়া সহ সব খরচ  বিস্তারিত আলোচনা করা হবে। কেউ এরই মধ্যে কক্সবাজারও ঘুরতে চাইলে খরচ এবং প্ল্যানিং কিঞ্চিৎ এদিক সেদিক হতে পারে।

প্ল্যানিংঃ 

ঢাকা থেকে সরাসরি টেকনাফ যাওয়ার জন্য অনেক বাস আছে। যেমন সেন্টমার্টিনস পরিবহন, হানিফ, সৌদিয়া, রয়েল কোচ ইত্যাদি। বেশিরভাগ বাসে ভাড়া ৯০০ টাকা। টেকনাফ নেমে সেখান থেকেই উঠতে হবে জাহাজে। এই জাহাজের টিকেট আগে থেকেই কেটে রাখা উত্তম। সেক্ষেত্রে রিল্যাক্সে থাকা যায়। ঢাকার জিগাতলাতে কেয়ারি প্লাজায় "কেয়ারি সিন্দাবাদ" নামক জাহাজের টিকেট কেটে নেয়া যায়।  ভাড়া আপ-ডাউন ৭৫০ টাকা (সিজন অনুযায়ী কম বেশি হতে পারে)। তাই আগেভাগেই সেখান থেকে জাহাজ টিকেট বুক করে নিতে পারবো আমরা। 


Ship - Keari Sindabad
(click on the image to enjoy best view)

রাতে রওনা দিয়ে ভোরে পৌছাবো টেকনাফ। টেকনাফ থেকে জাহাজে উঠে সেন্টমার্টিনস পৌছাবো সকাল ১১ টা থেকে দুপুর ১২ টার মধ্যেই। এরপরেই আমাদেরকে একটা হোটেল নিতে হবে। সেন্টমার্টিনস এ অনেক হোটেল এবং রিসোর্ট আছে। তবে ভাল হয় বিচের কাছাকাছি হোটেল নিলে। সেক্ষেত্রে CTB resort নামে একটি রিসোর্ট আছে। বিচের একদম কাছেই। খুব ই মানসম্পন্ন, সিকিউরিটি লেভেল ভাল, খোলা উঠোন, বারবিকিউ প্লেস, দোলনা সব ই আছে।  এখানে সব গুলই ডাবল রুম। প্রতিটি রুমের ভাড়া ১২০০ থেকে ২০০০ হাজার টাকা প্রতি রাত (ডাবল বেড দুইটা)। এটা সম্পূর্ন নির্ভর করে সিজন এবং আমাদের দর কষাকষির উপরে। যেমন ডিসেম্বর কিংবা জানুয়ারিতে গেলে ভাড়া বেশি পড়বে। আবার ফেব্রুয়ারিতে গেলে সেটা কমে আসবে। আমরা এখানে বেশিটাই হিসেব করবো। কমে পেলে তো ভালই। তবে এর থেকে অনেক কম খরচের হোটেলও আছে। এটা শুধুমাত্র একটা উদাহরন। আমরা আমাদের সুবিধামত নিয়ে নিতে পারবো। 


CTB resort

CTB resort

CTB resort
CTB resort


তো সেদিন হোটেলে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিবো। খাবার কি খাওয়া যায়? 
সেক্ষেত্রে এই রিসোর্টেই প্লেটার আছে। 
যেমনঃ  ভাত ও ডাল আনলিমিটেড + সবজি + ভর্তা + যে কোন এক প্রকার সামুদ্রিক মাছ।
খরচ ১৫০ টাকা। আমরা চাইলে বাইরে থেকেও খাবার খেয়ে নিতে পারি নিজেদের রুচি অনুযায়ী। 
খাওয়াদাওয়া করে সেদিন সমুদ্রে গোসল করে ঘুরে ফিরে সময় কেটে যাবে। রাতের বেলা ভারি খাবারের থেকে হালকা খাবার খাওয়াই সব থেকে ভাল। সেক্ষেত্রে খরচ ৮০ টাকা থেকে ১০০ টাকা আসতে পারে। এটা যার যার উপরে নির্ভর করে। উল্লেখ্য সকালের নাস্তা ডিম পরোটা ভাজি ইত্যাদি খেলে বিল ৭০-৮০ টাকা আসতে পারে।

পরেরদিন সকালে রওনা হওয়া যায় ছেড়াদ্বীপের উদ্দ্যেশ্যে। সেখানে যাওয়ার জন্য লাইফবোট আছে। গ্রুপের সদস্য সংখ্যা ১০ জন+ হলে একটা পুরো লাইফবোট ভাড়া নিয়ে যাওয়াটা বেষ্ট। তাহলে বেশি মজা মাস্তি। ভাড়া জনপ্রতি আপ ডাউন ৩০০ টাকার মত হবে।

Cheradwip
(click on the image to enjoy best view)
Cheradwip
(click on the image to enjoy best view)


আরেকটা বিষয় হলো, সেন্টমার্টিনস যেয়ে সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো না এটা হতে পারেনা। সেক্ষেত্রে আমরা CTB রিসোর্টের সামনে খোলা যায়গাতেই বারবিকিউ করতে পারি। ওদের ওখানে বারবিকিউ প্যাকেজ আছে। আবার চাইলে নিজেরাও পছন্দ মত মাছ কিনে বারবিকিউ করা যায়। বারবিকিউ + রুটি/পরোটা, খরচ আসবে আনুমানিক ২৫০ টাকা প্রতিজন।


barbQ - photo credit: Jubaer Saif
(click on the image to enjoy best view)

barbQ - photo credit: Jubaer Saif
(click on the image to enjoy best view)

বিচ ঘোরার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়। ঘন্টা প্রতি ৪০ টাকা। সবাই মিলে সাইকেল নিয়ে বিচে ঘোরার আনন্দ ভাষায় প্রকাশ করার মত হবে না নিশ্চই। 


cycling- photo credit: Jubaer Saif


cycling- photo credit: Jubaer Saif
(click on the image to enjoy best view)

এভাবে দুই রাত সেন্টমার্টিন কাটানোর পরে ৩য় দিন হোটেল ছেড়ে দিয়ে বিকেলের জাহাজে টেকনাফ। তারপরে টেকনাফ থেকে ঢাকা।

Saint Martin's Island
(click on the image to enjoy best view)

আনুমানিক খরচের বিস্তারিত বর্ননাঃ (সর্বোচ্চটা হিসেব করে। সিজন অনুযায়ী খরচ আরো কম হতে পারে)  

১. যাওয়া আসা বাস ভাড়া ৯০০+৯০০ = ১৮০০
২. জাহাজ ভাড়া আপ-ডাউন = ৭৫০
৩. দুই রাত হোটেল ভাড়া = ৫০০+৫০০ = ১০০০ ( এটা সর্বোচ্চ। একরুমে যদি ৪ জন করে থাকি এবং ভাড়া ২০০০ করে হয়)
৪. ৩ দিনের সকালের নাস্তা = ৮০+৮০+৮০ = ২৪০
৫. ৩ দিনের দুপুরের খাবার = ১৫০+১৫০+১৫০ = ৪৫০
৬. ৩ দিনের রাতের খাবার + বারবিকিউ = ১০০+২৫০+১০০ = ৪৫০ (যদি রাতে হালকা খাবার খাই।       কেউ বেশি খেলে সেটা ব্যক্তিগত খরচ)
৭. ছেড়াদ্বীপ ভাড়া আপ-ডাউন = ৩০০
৮. দুইদিন যদি সাইকেল ভাড়া নেই এক ঘন্টা করে = ৪০+৪০ = ৮০
তাহলে সর্বমোট খরচ দাড়ালোঃ ৫,০৭০ টাকা 

এটা হলো ট্যুরের নেট খরচ। সিজন অনুযায়ী এটা আরও কম হতে পারে। এখন আনুষাংগিক এবং ব্যক্তিগত ব্যয় আলাদা। যেমন মোবাইল রিচার্জ, নিজের এবং পরিবারের জন্য কেনাকাটা করা, বিকেলের হালকা নাস্তা, ডাব কিনে খাওয়া, বিচে টায়ার/বিছানা ভাড়া নেয়া আবার যদি চাই আমরা সবাই একদিন শুধুমাত্র সামুদ্রিক মাছ দিয়ে গ্রান্ড লাঞ্চ/ডিনার করতে পারি। সেক্ষেত্রে খরচের হালকা এদিক সেদিক হতে পারে। খুব বেশি পরিবর্তন আসবে না। আমি রিকমেন্ড করবো অন্তত ৬০০০ টাকা সাথে নিতে। তাহলে বেশ ভালভাবেই কাভার করা যাবে আশা করি। 

[বিঃ দ্রঃ এটা শুধুমাত্র বন্ধুমহল - একত্রে ন্যুনতম ৮ জন নিয়ে ভ্রমনের পরিকল্পনা ও খরচের আনুমানিক হিসাব। পরিবার নিয়ে যেতে চাইলে সেটা সম্পূর্ন আলাদা বিষয়, আলাদা পরিকল্পনা ও আলাদা খরচ] 

group of friends at St. Martin's - Jubaer Saif
(click on the image to enjoy best view)

কখন যাওয়া উচিত সেন্টমার্টিনসঃ ডিসেম্বর এবং জানুয়ারিতে উপচে পড়া ভিড়। সমস্ত হোটেল এবং রিসোর্টে ভাড়া অনেক বেশি। সেই সাথে মানুষের গ্যাদারিং হওয়াতে খুব বেশি উপভোগ্য হবে না। সব থেকে ভাল হয় ফেব্রুয়ারির ১ - ১০ তারিখের মধ্যে গেলে। তখন পুর্নিমা থাকবে। পুর্নিমা ছাড়া সেন্টমার্টিনস লবনহীন তরকারি মনে হতে পারে। আর তখন শীত টাও কমে আসবে, মানুষের ভিড় ও কমে যাবে। সব মিলিয়ে বেশ উপভোগ্য হবে। 


আশা করি উপরের বিষয়গুলো একটু হলেও কাজে আসবে। সকলকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। দারুচিনি দ্বীপ ভ্রমনের অপেক্ষায় রইলাম......


লেখাঃ নিয়াজ মোরশেদ রিংকন
সহযোগীতা এবং বিশেষ ধন্যবাদঃ জুবায়ের সাইফ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন